জনপ্রিয়.কম-এর ডেলিভারি, রিটার্ন, এবং রিফান্ড নীতিমালা
- **ডেলিভারি পর ম্যানুফেকচারিং ত্রুটি**:
– পণ্য ডেলিভারি পাবার পর ২৪ ঘন্টার মধ্যে আমাদের হটলাইনে ম্যানুফেকচারিং ত্রুটি জানাতে হবে।
– ত্রুটিযুক্ত পণ্য আমাদের স্টোর থেকে পরিবর্তন করা যাবে। এক্ষেত্রে আমাদের এক্সপার্টগন পণ্যে ত্রুটি পর্যবেক্ষণ করে তা পরিবর্তন করার পদক্ষেপ গ্রহন করবেন।
- **রিপ্লেসমেন্ট ও এক্সচেঞ্জ**:
– প্রডাক্ট রিসিভ করার দিন থেকে ৩ দিনের মধ্যে যদি কোন সমস্যা দেখা দেয়, তাহলে গ্রাহক সম্পূর্ণ ফ্রী রিপ্লেসমেন্ট পাবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যেকোন পণ্য নিতে পারবেন।
– অর্ডারকৃত পণ্য যদি স্টকে না থাকে এবং পরবর্তী ১০ দিনের মধ্যে পণ্য গ্রাহক না পেয়ে থাকেন, এই ক্ষেত্রে গ্রাহক সম্পূর্ণ টাকা ফেরত পাবেন।
- **ডেলিভারি চার্জ**:
– ৩ দিনের মধ্যে ইস্যু জানালে পণ্য গ্রাহক থেকে ফেরত এবং গ্রাহককে পাঠানোর ক্ষেত্রে ডেলিভারি চার্জ আমরা বহন করবো।
- **পণ্য ফেরত ও রিফান্ড**:
– পণ্য হাতে পাওয়ার পর যদি লাগবে না মনে হয়, ভুল ক্রমে অর্ডার করলে, বা একাধিক অর্ডার হয়ে গেলে গ্রাহক পণ্যটি ফেরত দিয়ে রিফান্ড অথবা অন্য যেকোন কিছু নিতে পারবেন, তবে পণ্যটি অবশ্যই ইন্ট্যাক্ট থাকতে হবে।
– বক্স খুললে বা ছিঁড়ে ফেললে কোন প্রকার ক্লেইম করা হবে না, রিফান্ড বা এক্সচেঞ্জ করা হবে না।
- **ওয়ারেন্টি**:
– পণ্য পাওয়ার ৩ দিন পরের সকল প্রডাক্টের ওয়ারেন্টি রেগুলার ওয়ারেন্টি হিসেবে গণ্য হবে এবং এই ক্ষেত্রে পণ্য অফিসে পাঠাতে এবং গ্রাহকের কাছে পাঠাতে ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে।
- **কুরিয়ার ইস্যু**:
– পণ্য ভাঙ্গা থাকলে বা প্যাকেট ছেঁড়া থাকলে কুরিয়ার থেকে পণ্য রিসিভ করবেন না।
– কুরিয়ারে ক্ষতিগ্রস্ত পণ্য রিসিভ করলে তা নিজ দায়িত্বে করতে হবে এবং পরে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
– রিসিভ করার পর মিসিং বা ড্যামেজ পাওয়া গেলে গ্রাহককে পার্সেল খোলার সময় ভিডিও ধারণ করতে হবে, অন্যথায় কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
- **রিফান্ড সময়কাল**:
– নির্দিষ্ট কারণে পণ্য রিটার্ন দিলে তার মূল্য রিফান্ড করতে ৩ থেকে ১০ কার্যদিবস লাগতে পারে, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে।
– বিকাশ / অনলাইন / POS পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে রিফান্ড চার্জ প্রযোজ্য।